সব মেধাবীরাই ছাত্র হয়, কিন্তু সব ছাত্রই মেধাবী হয় না। এমন কিছু সময় আসে যখন সব ছাত্ররই পরিচিতি ছড়ায় মেধাবী হিসেবে। ভাবছেন সেটা আবার কখন? তো চলুন দেখে আসি।
- দুর্ঘটনায় আহত হলে আপনি যতই খারাপ ছাত্র হন না কেন সবাই আপনাকে মেধাবী ছাত্র হিসেবেই আখ্যায়িত করবে।
- আপনি পড়ালেখা করেন আর নাই করেন, যখন আপনার বিয়ের সম্বন্ধ আসবে তখন অপর পক্ষের কাছে আপনাকে পরিচয় করিয়ে দেওয়া হবে মেধাবী ছাত্র হিসেবে।
- হঠাৎ নিঁখোজ হয়ে গেলে শুনবেন আপনার চেয়ে মেধাবী ছাত্র পুরো তল্লাটে আর দ্বিতীয় কেউ ছিল না।
- পরীক্ষার রেজাল্টের পর আপনি যত বিষয়েই ফেল করুন না কেন, রেজাল্ট পাবলিশের আগে আপনি নিজেকে মেধাবী ছাত্র হিসেবে দাবি করতেই পারেন।
- সিনেমায় নায়ক-নায়িকারা জীবনে কোনোদিন বই-খাতা ধরুক আর নাই ধরুক পড়ালেখার ক্ষেত্রে দেখবেন অত্যন্ত মেধাবী হিসেবে দেশ-বিদেশের বড় বড় ডিগ্রি অর্জন করে ফেলছে।
- বন্ধুদের আড্ডায় আপনি নিজেকে মেধাবী ছাড়া অন্যকিছু ভাবতেই পারবেন না।
- অসুখ-বিসুখে আক্রান্ত হয়ে আপনার অবস্থা যখন প্রায় যায় যায় হবে তখন দেখবেন আপনার গার্ডিয়ান থেকে শুরু করে পাড়া-প্রতিবেশী সবাই আপনাকে ছাত্র হিসেবে মেধাবীই মনে করছে।
- প্রেমে ব্যর্থ হয়ে নেশাগ্রস্ত বা অন্য কোনো বিপথে চলে গেলে দেখবেন লোকজন বলাবলি করছে ছেলেটা তো আগে অনেক মেধাবীই ছিল।
- বিশ্বাস করেন আর না-ই করেন, যারা চশমা ব্যবহার করে তাদের বেশির ভাগ মানুষই মনে করে অনেক মেধাবী।
- অর্থ সংকটের কারণে আপনার পড়ালেখা স্থগিত হয়ে গেলে শুনবেন দেশ থেকে একটা মেধাবী ছাত্র হারিয়ে গেল।
- ফেসবুকের অ্যাবাউট চেক করলে দেখা যাবে দেশের প্রায় ৯৯.৯৯ পার্সেন্ট ইউজারই ছাত্র হিসেবে নিজেদের অত্যন্ত মেধাবী লিখে রেখেছে।

 














