Wednesday, November 25, 2015

এবার নিজেই হয়ে যান সংগীত শিল্পী!‍!!

গান শুনতে কে না ভালোবাসে? তবে গান গাইতে পারে এমন লোক খুব কমই আছেকিন্তু জীবনে একবারও গুণগুণিয়ে গান গায়নি এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর হবে তাহলে আর গুণগুণিয়ে নয়, এবার গান গাইতে ইচ্ছে করলে গাইতে পারবেন একেবারে জনপ্রিয় শিল্পীদের মতোই! তাও আবার মিউজিক সহকারে! ভাবছেন কিভাবে? আরে ভাই চিন্তা কিসের? ম্যা হু না! এক্ষুণি শিখিয়ে দিচ্ছি। এর জন্য আপনার দরকার হবে একটি এন্ড্রোয়েড ফোন, ছোট্ট একটি রেকর্ডিং সফটওয়্যার, আর মোবাইলে ইনস্টল করা যেকোনো একটি ভিডিও প্লেয়ারের। তো চলুন এবার মূল পোষ্টে চলে যাই...

প্রথমে এই ভয়েস রেকর্ডারটি ডাউনলোড করে আপনার মোবাইলে ইনস্টল দিন। এরপর ডেমো হিসেবে তৌসিফের দূরে কোথাও আছি বসে এই গানটি নামিয়ে নিতে পারেন। ব্যাস কাজ শেষ। এবার ডাউনলোড করা ভিডিওটি আপনার মোবাইলের প্লে করুন। এক্ষেত্রে MX Player হলে ভালো হয় আমি মনে করি। তো ভিডিও ওপেন হলে সেটি Pause করে MX Player টি মিনিমাইজ করে ফেলুন। এবার Smart Voice Recorder সফটওয়্যারটি ওপেন করুন। লাল বৃত্ততে ক্লিক করে Record অন করুন। এবার Smart Voice Recorder সফটওয়্যারটি মিনিমাইজ করে দিয়ে MX Player টি ওপেন করুন। আগের Pause করা ভিডিওটি Resume বা Play করুন। এবার মিউজিকের সাথে সাথে সুর, তাল, লয় মিলিয়ে গান গাইতে থাকুন। গান গাওয়া শেষ হলে Smart Voice Recorder টি ওপেন করে Finish ফিনিস চাপুন। এবার যে ফাইলটি রেকর্ড হলো সেটি Play করুন। কি চমকে গেলেন তো নিজের কণ্ঠে এতো সুন্দর গান শুনে? ব্যাস কাহিনী শেষ! এখন নিজেই শুনতে থাকুন নিজের গাওয়া দারুন সব গান! পারলে বন্ধুদেরও শুনিয়ে অবাক করে দিতে পারেন!
টিপস
·         গুগলে সার্চ দিলে প্রায় অনেক গানেরই Karaoke অর্থ্যাৎ গানের কথা ছাড়া মিউজিক পাবেন। হিন্দী ও ইংরেজি গানের মিউজিক আর লিরিক্স পেতে সহজ হলেও বাংলা গান পেতে একটু সমস্যা হবে। আর তাই যারা পছন্দের গানের Karaoke পেতে হলে আপনার নিজেকেই সেটি তৈরি করে নিতে হতে পারে এজন্য পিসি ইউজাররা গান ডাউনলোড করে Audacity সফটওয়্যারের মাধ্যমে গান থেকে ভোকাল বা কণ্ঠ রিমুভ করে নিতে পারেন।
·         গুগল থেকে আপনার পছন্দের গানের রেডিমেট Karaoke সহজে খুঁজে পেতে গানের নাম লিখে শেষে Karaoke লিখতে ভুলবেন না। তাহলে সহজেই যেকোনো গানের মিউজিক সহ লিরিক খুঁজে পেতে সহজ হবে। উদাহরন স্বরুপ আপনি যদি পাগলা হাওয়ার বাদল দিনে এই রবীন্দ্রসংগীতটি সার্চ করতে চান তবে লিখবেন Pagla Hawar Badol Dine Song Karaoke With Lyrics এভাবে।
·         ভালো আউটপুট পেতে হলে গানের সুর, তাল, লয় ঠিক রেখে গাইবেন। এজন্য মূল গানটি বেশ কয়েকবার শুনে দ্যান রেকর্ড করতে পারেন।

No comments:

Post a Comment