সম্প্রতি এক শিক্ষককে কানে ধরিয়ে ওঠ-বস করিয়ে দেশজুড়ে নিন্দিত
হয়েছেন কতিপয় ব্যক্তি। তো, এই কানে ধরার শাস্তিটা একজন শিক্ষককে না দিয়ে যাদের দিলে ওনারা
নিন্দার বদলে সবার বাহবা কুড়াতে পারতেন, চলুন দেখি তাদের তালিকা-
☻ সেসব বখাটেকে কান ধরিয়ে রেখে
শাস্তি দেওয়া যেত, যাদের কারণে স্কুল-কলেজের মেয়েরা উত্ত্যক্ত হয়ে কেউ কেউ পড়ালেখাই
ছেড়ে দিয়েছে।
☻ সেসব মোটরসাইকেলের আরোহীর কান ধরিয়ে ওঠ-বস করানো যায়, যারা ফুটপাথকে নিজের বাপের সম্পত্তি মনে করে তাতে
বাইক উঠিয়ে দু-একজন পথচারীকে আহত করে ফেলে।
☻ সেসব কর্মকর্তা-কর্মচারীর কান ধরে ওঠ-বস করানো উচিত
ছিল, যাদের টেবিলের নিচে দিয়ে পকেটে
টাকার বান্ডিল পুড়ে না দিলে ফাইল টেবিল থেকে একটুও নড়ে না।
☻ সেসব ফোন কলারকে যারা ফোন দিয়ে অন্যকে লাখো-কোটি
টাকার বাড়ি-গাড়ি পেয়েছে বলে লোভ দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা
হাতিয়ে নেয়।
☻ সেসব ব্যবসায়ীকে, যারা অধিক মুনাফার জন্য চাল, ডাল, মসলার পাশাপাশি পাথর ও ইটের কণাকেও মানবখাদ্য মনে করে খাবারের
সঙ্গে মিশিয়ে বাজারে ছেড়ে দেন।
☻ সেসব অজ্ঞান পার্টির লোককে, যারা চোখে সামান্য মলম লাগিয়ে একজন মানুষের সর্বস্ব
লুটে নেয়।
☻ সেসব ধূমপায়ীকে কান ধরে ওঠ-বস করানো উচিত, যারা পাবলিক প্লেসে ধূমপান নিষেধ জেনেও কাউকে পরোয়া
না করে নিজের ইচ্ছেমতো ধূমপান করে লঞ্চ কিংবা স্টিমারের মতো ধোঁয়া ছেড়ে যায়।
☻ যারা ফল-ফলাদিতে বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে মানুষকে
ধীরে ধীরে মৃত্যু কিংবা মরণঘাতী অসুখের দিকে ঠেলে দিচ্ছে, তাদেরও প্রকাশ্যে কান ধরিয়ে ওঠ-বস করানো যেত।
☻ সেসব সিনেমা পরিচালকদের কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখা
যায়, যারা বিদেশি চলচ্চিত্র নকল
করতে করতে দেশি চলচ্চিত্র শিল্পকে প্রায় ধ্বংস করতে বসেছে।
☻ শিশুশ্রম দণ্ডনীয় জেনেও যারা শিশুদের দিয়ে অমানবিক
শ্রম করাচ্ছে, তাদেরও উচিত সবার সামনে কান
ধরিয়ে ওঠ-বস করিয়ে শাস্তি দেওয়া।
☻ সেসব লোককেও কান ধরে ওঠ-বস করানো যায়, যারা যৌতুক না পেয়ে নিরীহ মা-বোনদের ওপর অমানুষিক
নির্যাতন করে।
☻ সামাজিক যোগাযোগ সাইট কিংবা অনলাইন নিউজ মাধ্যমগুলোকে
যারা আজেবাজে লিংক ও ছবি শেয়ারিংয়ের মাধ্যমে অশ্লীলতায় পূর্ণ করে ফেলেছে, তাদেরও কিন্তু শাস্তিস্বরূপ প্রকাশ্যে কান ধরিয়ে
ওঠ-বস করানো যায়!
লেখা: রবিউল ইসলাম সুমন
প্রথম প্রকাশ: এনটিভি (অনলাইন)
(২২ মে ২০১৬)

 
No comments:
Post a Comment