Tuesday, May 24, 2016

এনালগ যুগ VS ডিজিটাল যুগ!

নালগ যুগ মানে আগেকার যুগের অভ্যাস এবং ডিজিটাল যুগ মানে বর্তমান যুগের অভ্যাসের কথা জানাচ্ছেন- রবিউল ইসলাম সুমন



এনালগ যুগ: ঘুম থেকে উঠে আমরা মুখ ধুইতাম
ডিজিটাল যুগ: ঘুম থেকে উঠেই ফেসবুকে ঢুকি।  

এনালগ যুগ: খাবার আগে সবাই হাত ধুইত
ডিজিটাল যুগ: খাবার আগে সবাই সেলফি তোলে।  

এনালগ যুগ: বাসায় মেহমান এলে নাশতাপানি দিলে খুশি হইতো
ডিজিটাল যুগ: বাসায় মেহমান এলে ওয়াই-ফাই পাসওয়ার্ড বলে দিলে বেশি খুশি হয়।  

এনালগ যুগ: কাউকে দীর্ঘদিন না দেখলে বলতাম, ছবি পাঠাইস
ডিজিটাল যুগ: কাউকে কয়েক দিন না দেখলেই বলি, ভিডিও কল দিস!  

এনালগ যুগ: দরকারি কোনো ডকুমেন্টস লাগলে কুরিয়ার করতে বলতাম
ডিজিটাল যুগ: দরকারি কোনো ডকুমেন্টস লাগলে বলি মেইল করতে।  

এনালগ যুগ: নিজের পরিচিতি বাড়াতে ভিজিটিং কার্ড বিতরণ করা হইতো
ডিজিটাল যুগ: পরিচিতি বাড়াতে ফেসবুক আর বিভিন্ন ম্যাসেঞ্জারের লিংক শেয়ার করা হয়।  

এনালগ যুগ: বিনোদনের জন্য মাঠে গিয়ে ক্রিকেট, ফুটবল কিংবা ব্যাডমিন্টন খেলত
ডিজিটাল যুগ: বিনোদনের জন্য মোবাইলে ক্ল্যাশ অব ক্ল্যানস কিংবা ক্যান্ডি ক্রাশ গেইম খেলে।  

এনালগ যুগ: টাকা, কাপড়, খাবারএগুলোই সচরাচর মানুষ ভিক্ষা চাইত
ডিজিটাল যুগ: লাইক, কমেন্ট, শেয়ারএইগুলোই ইনবক্সে গিয়ে ভিক্ষা চায়।  

এনালগ যুগ: কারো সঙ্গে কথা বলতে মন চাইলে বলত, ফোন করিস
ডিজিটাল যুগ: কারো সঙ্গে কথা বলতে মন চাইলে বলে, ম্যাসেঞ্জারে নক দিস।  

এনালগ যুগ: বন্ধুবান্ধবদের কাছে খাতা-কলম বা বই কেনার জন্য টাকা ধার চাইত
ডিজিটাল যুগ: বন্ধুবান্ধবদের কাছে টাকা ধার চায় মোবাইলের এমবি কেনার জন্য।  

এনালগ যুগ: মুরব্বিদের সম্মান ও সবার কথা শুনে চললেই ভালো মানুষের উপাধি পাওয়া যাইত
ডিজিটাল যুগ: ভালো মানুষের উপাধি পাইতে হইলে সবার স্টেটাসে নিয়মিত লাইক-কমেন্ট করতে হয়!  

এনালগ যুগ: যারা চলতে অক্ষম তারাই স্টিক নিয়া চলাফেরা করত

ডিজিটাল যুগ: প্রায় সব বয়সের লোকদেরই সেলফি স্টিক হাতে নিয়া ঘুরতে দেখা যায়

প্রথম প্রকাশ: ঘোড়ার ডিম, কালের কণ্ঠ
(২৪ মে ২০১৬)

No comments:

Post a Comment