Tuesday, June 14, 2016

প্যারোডি: ছোটবেলার ছড়া নতুন করে পড়া!

১.
আতা গাছে তোতা পাখি
মৌ ছুঁয়েছে ডালিম
বায়োমেট্রিক করতেই হবে
বলছে তারানা হালিম!

২.
মেঘের কোলে রোদ হেসেছে
বাদল গেছে টুটি
বউ বলেছে গোশত রাঁধবে
সাথে চালের রুটি!

৩.
সকালে উঠিয়া আমি
মনে মনে কই
কি-ই বা এতো সকাল হইছে
আরেকটু ঘুমায় লই।

৪.
কে মেরেছে কে ধরেছে
কে দিয়েছে গাল?
বউ মেরেছে বউ ধরেছে
বলছিলাম তার তরকারিতে
একটু বেশিই হইছে ঝাল!

৫.
বাঁশ বাগানের মাথার উপর
চাঁদ উঠেছে ওই
বাঁশের আগায় উঠিয়ে আমায়
কেঁড়ে নিলা মই?

৬.
নোটন নোটন পায়রাগুলি
ঝোটন বেঁধেছে
এই দেখিয়া পোলাপান
সেলফি তুলেছে!

 
প্রথম প্রকাশ: প্যাঁচআল, দৈনিক সমকাল
(১৩ জুন ২০১৬)

No comments:

Post a Comment