Tuesday, June 14, 2016

যানজট আছে বলেই...

►    সারা দিন দৌড়ের ওপর থাকা যানবাহনগুলো একটু বিশ্রাম নিতে পারে।
►   ৯টার অফিস ১২টায় পৌঁছালেও বস কিছুই মনে করে না। রাতে লেট করে বাড়ি ফিরলেও বউয়ের কাছে কৈফিয়ত দিতে হয় না।
►    সৃজনশীল ব্যক্তিরা গাড়িতে বসেই নিজের সৃজনশীল চিন্তাগুলোর প্রতিফলন ঘটাতে পারেন। গাড়িতে বসেই কাব্যচর্চা, গল্প লেখা বা পত্রিকার জন্য ফিচার লেখার আইডিয়া খুঁজে পাওয়া যায়।

►   দুই পা দিয়ে গাড়িতে চড়া বাদেও যে টুকটাক হাঁটাহাঁটি করা যায়এটা মানুষজন অনুধাবন করতে পারে।
►    রাতের অনিদ্রাগুলো পুষিয়ে নিতে মানুষজন যানবাহনেই একটু ঘুমিয়ে নিতে পারে।
►   সময়েরও যে মূল্য আছে, এটা সবাইকে মনে করিয়ে দেয়।
►   দূরে কোথাও ডেটিং থাকলে যানজটের অজুহাতে সেটা ক্যানসেল করে বাড়িতে বসেই অনায়াসে আরাম করা যায়।
►   যারা ব্যস্ততার কারণে আত্মীয়স্বজনের খোঁজ নেওয়ার টাইম পান না, তাঁরা অলস বসে না থেকে ফোন করে সবার খবরাখবর নিতে পারেন।
►  এক বসায়ই পুরো পত্রিকা পড়ে দেশের সব খবর জানার পাশাপাশি নিজের জ্ঞানও বৃদ্ধি করা যায়।
►   মুভি, নাটক কিংবা বিভিন্ন ডকুমেন্টারি ফিল্ম দেখার জন্য যাঁরা টাইম পান না, তাঁরা গাড়িতে বসে এসব দেখে বিরক্তিকর মুহূর্তটা সহজেই     কাটিয়ে দিতে পারেন।
►  ধৈর্য মানুষের একটা বড় গুণ, সেটা প্র্যাকটিক্যালি অনুভব করা যায়।
প্রথম প্রকাশ: ঘোড়ারডিম, দৈনিক কালেরকণ্ঠ
(১৪ জুন ২০১৬)

No comments:

Post a Comment