Thursday, March 12, 2015

স্বাধীনতার সুখ (প্যারোডি)



বাবুই পাখিরে চ্যাটে লিখেছে চড়াই,
‘ফেসবুকে করিসনে লাইকের বড়াই,

আমি আছি মহা হ্যাপি লাইক-টাইক চেয়ে
তুই কত কষ্ট পাস লাইক নাহি পেয়ে।’

বাবুই হাসিয়া লেখে, ‘OMG তাই?
কম পাই, তবু কাউরে নাহি তো জ্বালাই।
কম হোক, তবু না চাই মিছে ভালোবাসা,
নিজ হাতে ক্রিয়েটেড মোর আইডিয়া খাসা।’

(রজনীকান্ত সেনের ‘স্বাধীনতার সুখ’ অবলম্বনে)

লেখক: রবিউল ইসলাম সুমন
প্রথম প্রকাশ: রস+আলো, প্রথম আলো
(২৪ মার্চ ২০১৪)

No comments:

Post a Comment