Thursday, June 25, 2015

আপনারা/ তোমরা/ তোরা যারা পত্রিকায় লিখতে আগ্রহী...

প্রায় ইনবক্সে শুনতে হয়, ভাই ওমুক পত্রিকায় কিভাবে লিখব? ওমুক পত্রিকার সম্পাদক জানি কে? আচ্ছা লেখা পাঠানোর ঠিকানাটা কি? লেখা কি পত্রিকার ঠিকানায় পাঠাব নাকি সম্পাদকের নিজস্ব মেইলে? লেখা পাঠানোর আগে কি সম্পাদকের সাথে যোগাযোগ করে নিতে হবে? ভাল খাতির না থাকলে লেখা ছাপবে তো? ইত্যাদি অনেক প্রশ্ন। প্রত্যেককে একই উত্তর দিতে দিতে প্রায় টায়ার্ড হতে হয়, কখনো বা শিকার হতে হয় ভুল বুঝাবুঝির। তাই ভাবলাম এটা নিয়ে একটা নোট লিখে রাখা যাক। যেহেতু আমি ফান ম্যাগাজিনের সাথে জড়িত তাই কেবল ফান ম্যাগাজিন সম্পর্কেই এখানে লিখতে পারব। তো শুরু করার আগে একটু জ্ঞানগর্দব কথা বলা নেয়া যাক-


** কোনো পত্রিকায় (ম্যাগাজিনে) লিখতে হলে সেই ম্যাগাজিন সম্পর্কে আপনার নূন্যতম জ্ঞান থাকা লাগবে। অন্যথায় লেখালেখির চেষ্টা না করাই ভাল। কারণ ক্লাস ওয়ান সম্পর্কে ধারনা না থাকলে আপনি অনার্স-মাষ্টার্সে ভর্তি হবেন ক্যামনে? যাই হোক, ম্যাগাজিন সম্পর্কে জ্ঞান নিতে হলে কবে কোন পত্রিকার সাথে কোন ম্যাগাজিন বের হয় এটা খেয়াল রাখতে হবে। এজন্য এক সপ্তাহ একটা পত্রিকায় নজর রাখলেই যথেষ্ট। এখন অনলাইনেই সব পত্রিকা পাওয়া যায়। তাই কষ্ট করে প্রত্রিকা সংগ্রহের ও দরকার নেই। একঘন্টা ওয়েবসাইট ঘাটলেই সব পত্রিকার খবরাখবর নিতে পারবেন। তাই এ বিষয়ে আর কথা বাড়ালাম না।

*** এখন আসি লেখা সম্পাদকের পার্সোনাল মেইলে মেইলে পাঠাবেন নাকি পত্রিকার সাথে দেয়া মেইলে এর উত্তরে। লেখা অবশ্যই পত্রিকায় দেয়া মেইলে পাঠাবেন। কারণ ওই মেইলটা খোলাই হয় পত্রিকার লেখা গ্রহনের জন্য। পার্সোনাল মেইলটা সবাই পার্সোনাল রাখতেই ভালবাসে। আপনি যদি কোনো সম্পাদকের আস্থা অর্জন করতে পারেন তখন না হয় পার্সোনাল মেইল এড্রেস চেয়ে নিবেন। পার্সোনাল মেইল আইডিটা সাধারনত লেখালেখির দ্বিতীয় ধাপে অনুসরিত হয়। আর তাছাড়া হাতেগোণা দুয়েকটা পত্রিকা ছাড়া বাকি সবাই পত্রিকার সাথে দেয়া মেইল আইডিটাই ইউজ করে। তাই ওই আইডিতেই লেখা পাঠানোই উত্তম।

** লেখা পাঠানোর আগে সম্পাদকের সাথে যোগাযোগ বা এক্সট্রা খাতিরের কোনো দরকার নেই। আপনার লেখার মান যদি ভাল হয় তবে আপনি লেখাটা ছাপার অক্ষরে দেখার জন্য যতোটা আগ্রহী তারচেয়ে সম্পাদকেরাই বেশি আগ্রহী থাকবে আপনার লেখাটা ছাপতে। এক্সট্রা খাতির বিষয়টা মূলত আপনার লেখার মানহীনতার বহিঃপ্রকাশ।


** এবার জানা যাক কিভাবে লেখা পাঠাবেন এর উত্তর। লেখা ডাকযোগে বা ইমেইলের মাধ্যমে পাঠাতে পারবেন। তবে এখন যেহেতু অনলাইনের প্রচলনটাই বেশি তাই লেখা ইমেইলে পাঠানোটাই ভাল মনে করছি। লেখা পাঠাতে হলে ইমেইলে গিয়ে মেইল সেন্ডারের ঠিকানার জায়গায় পত্রিকার মেইল এড্রেসটি টাইপ করুন। সাবজেক্টে লিখুন আপনার লেখার নাম বা কোন বিভাগে লেখাটি পাঠাতে চাচ্ছেন তার নাম। এরপর মেইল কম্পোজের ঘরে শুরুতে লেখার শিরোনামটি লিখে তারপর পুরো লেখাটি লিখে সেন্ড করে দিতে পারেন। তবে সবচেয়ে ভালো হয় লেখাটি MS Word এ লিখে ইমেইলে Attach File হিসেবে পাঠিয়ে দিলে। আর এক্ষেত্রে লেখার ফন্ট SutonnyMJ রাখাটাই উত্তম। কারণ পত্রিকার অফিসে ইউনিকোড টাইপের ফন্ট ইউজ প্রায় হয় না বললেই চলে। নিচে ইমেইল আর ওয়ার্ড ফাইলে কিভাবে লেখা হয় তার একটি স্ক্রীনশট দিলাম।
ই-মেইল স্যাম্পল
ওয়ার্ড ফাইলের স্যাম্পল
তো অনেক কথা বলে ফেললাম। এবার নিচে একনজরে কয়েকটি পত্রিকার ফান ম্যাগাজিনের নাম ও ঠিকানা জেনে নেয়া যাক তাহলে-

ঠাট্টা
ছাপা হয়: দৈনিক ইত্তেফাক থেকে
সম্পাদনায়: সাইফুল ইসলাম জুয়েল
প্রকাশের দিন: রবিবার
ইমেইল: ittefaq.thatta@gmail.com

রস+আলো
ছাপা হয়: দৈনিক প্রথম আলো থেকে
সম্পাদনায়: সিমু নাসের/ মাহফুজ রহমান
প্রকাশের দিন: সোমবার
ইমেইল: ra@prothom-alo.info

রকমারি রম্য
ছাপা হয়: বাংলাদেশ প্রতিদিন থেকে
সম্পাদনায়: তানভীর আহমেদ
প্রকাশের দিন: সোমবার
ইমেইল: rokorommo@gmail.com

প্যাঁচআল
ছাপা হয়: দৈনিক সমকাল থেকে
সম্পাদনায়: ইমন চৌধুরী
প্রকাশের দিন: সোমবার
ইমেইল: pachaal123@gmail.com

ঘোড়ার ডিম
ছাপা হয়: দৈনিক কালের কণ্ঠ থেকে
সম্পাদনায়: মেহেদী আল মাহমুদ
প্রকাশের দিন: মঙ্গলবার
ইমেইল: ghorardim@kalerkantho.com

অ্যান্টিভাইরাস
ছাপা হয়: দৈনিক আমাদের সময় থেকে
সম্পাদনায়: ইশতিয়াক আহমেদ
প্রকাশের দিন: মঙ্গলবার
ইমেইল: _

থেরাপি
ছাপা হয়: দৈনিক নয়াদিগন্ত থেকে
সম্পাদনায়: সোহেল অটল
প্রকাশের দিন: বৃহষ্পতিবার
ইমেইল: therapy@dailynayadiganta.com


বি:দ্র: লেখালেখি করতে হলে যে জিনিসটি অবশ্যই মনে রাখতে হবে তা হলো-
♦ একই লেখা কখনো একাধিক প্রত্রিকায় পাঠানো যাবে না।
♦ কোনো পত্রিকায় লেখা পাঠালে তা যদি না ছাপে তবে কমপক্ষে ৩মাস অপেক্ষা করে লেখাটি অন্য পত্রিকায় পাঠানো যাবে।
♦ অনলাইন থেকে কপিকৃত লেখা নিজের নামে লিখে পত্রিকায় পাঠানো যাবে না।

68 comments:

  1. আমি আমার লিখা প্রকাশ করতে পারতেছিনা।

    ReplyDelete
    Replies
    1. মানসম্মত হলে অবশ্যই ছাপা হবে

      Delete
    2. মানসম্মত হলে অবশ্যই ছাপানো হবে

      Delete
    3. কবিতা কি ছাপান যাবে রস+আলো তে?

      Delete
  2. হইতোবা লেখার মান ভালো না ।

    ReplyDelete
  3. আমি ইংরেজি ও বাংলা কবিতা প্রথম আলোতে প্রকাশ করতে আগ্রহী কি করবো?দয়া করে সাহায্য করুন।

    ReplyDelete
    Replies
    1. আপনি যে ধরনের কবিতা লিখতে আগ্রহী প্রথম আলো ঘেটে দেখুন সেই টাইপের কবিতা কোথায় বা কোন পেইজে ছাপায়। পেয়ে গেলে সেই পেইজেই লেখা পাঠানোর ঠিকানা পেয়ে যাবেন।

      Delete
    2. bondhushava@prothom-alo.info

      এখানে লেখা মেইল করলেই ইনশাল্লাহ প্রকাশ হবে আপনার লেখা!
      আশা করি উত্তরটা পেয়েছেন!

      Delete
    3. আমি ণেখা প্রকাশ করতে চাই, কিভাবে প্রকাশ করবো

      Delete
    4. লেখা পাঠাইছি এখন প্রকাশের ডেট কবে?

      Delete
    5. ৩ মাস অপেক্ষা করে লেখাটি অন্য পত্রিকায় পাঠানো যাবে-কেউ যদি এটা না মেনে এক সাথে একই লেখা কয়েক জায়গায় পাঠিয়ে দেয় তাহলে কি ধরনের সমস্যা হতে পারে? লেখা ছাপা হলে কি লেখককে ইনফর্ম করা হয়? জানালে কৃতজ্ঞ হবো৷

      Delete
  4. পত্রিকায় কোনও লেখা পাঠাতে হুলে তার সাথে সম্পাদকের উদ্দেশে কোনও কথা লিখে দেওয়া বাঞ্ছনীয়?অর্থাৎ অনুরোধক চিঠি পাঠাতে হয়?

    ReplyDelete
    Replies
    1. না, বরং এই কাজ করলে সম্পাদক বিরক্ত হয়ে আপনার লেখা পড়ার আগেই বাতিল করে দিবেন।

      Delete
  5. আমিও লিখা পাঠাতে চা

    ReplyDelete
  6. গল্প লেখা প্রকাশ কোরতে চাই

    ReplyDelete
    Replies
    1. সেটা তো আমার হাতে নেই। যেখানে প্রকাশ করতে চান সেখানে লিখে পাঠালেই হবে। মানসম্মত হলে ছাপাবেই।

      Delete
  7. কবিতা প্রকিশ কোরতে চাই

    ReplyDelete
    Replies
    1. তাহলে কবিতা কোন কোন পত্রিকায় কোন কোন পাতায় ছাপায় সেটা আগে দেখে দ্যান পাঠাতে পারেন।

      Delete
  8. মানসম্মত হলেই লেখা ছাপে কথাটা একেবারে ঠিক নয়।

    ReplyDelete
    Replies
    1. ১৩-১৪ বছর এই লাইনে আছি। মানসম্মত হলে ছাপাবে এটাই স্বাভাবিক। আপনার কাছে তবে কোনটা ঠিক জানাবেন কি দয়া করে?

      Delete
  9. প্রথমবার না ছাপলে তিনমাসের আগে অন্য কোন পত্রিকায় দেয়া যাবেনা কেন?

    ReplyDelete
    Replies
    1. দেয়া যায়। তবে না দেয়াই ভাল। কারণ আপনি অন্য কোথাও পাঠানোর পরে যদি দেখলেন আগেরটায় ছাপিয়ে ফেলছে। এবং তারপরে আবার ২য়টাতেও ছাপানো হইছে তাহলে পরবর্তীতে ২ জায়গা থেকেই বহিষ্কৃত হওয়া সম্ভাবনা আছে।

      Delete
  10. আমিও আমার গল্প প্রকাশ করতে চাই।

    ReplyDelete
    Replies
    1. পাঠাতে পারেন আপনার পছন্দনীয় পত্রিকায়।

      Delete
  11. আমি লিখতে চাই

    ReplyDelete
  12. আমি ইনকিলাব পত্রিকার মতামত পৃষ্ঠায় লেখা পাঠাব
    । ঠিকানাটা জানতে চাই।দয়াকরে জানাবেন।

    ReplyDelete
    Replies
    1. আমি তো ইনকিলাবে লিখি না তাই বলতে পারছি না। তবে মতামত পেইজের উপরে বা নিচে কোনো এক জায়গায় খুঁজলে ঠিকানাটা পেয়ে যাবেন।

      Delete
  13. কোনটা বেশি প্রাধান্য পায়?ই-মেইল,নাকি ডাক।আর লেখকের ক্লাস বা বয়স কি কোনো বিষয়?

    ReplyDelete
  14. কলাম লেখার ব্যাপারে আপনার কোন আইডিয়া আছে কি?

    ReplyDelete
  15. sutonnyMJ ছাড়া mobile দিয়ে মেইল করলে হবে না?

    ReplyDelete
  16. যদি মেইল করে লেখা পাঠাই, আর যদি আমার লেখা ছাপানো হয় তবে আমি কি করে জানবো যে আমার লেখা ছাপা হয়েছে?

    ReplyDelete
  17. যারা লিখতে ভালোবাসেন তারা lekhok.club লিখতে পারেন।

    ReplyDelete
  18. আমি আমার লেখা একটি গল্প পাঠাতে চাই। তবে, গল্পটা ফেসবুকের একটা গ্রুপে পর্ব আকারে পোস্ট করেছিলাম। সেই গল্পটা কি আমি পত্রিকায় দিতে পারবো? ছাপানোর জন্য??

    ReplyDelete
  19. আমি সজীব পত্রিকায় কবিতা প্রকাশ করতে চাই কেউ কি আমাকে সাহায্য করতে পারবেন?

    ReplyDelete
  20. মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে 60 লাইনের একটা কবিতা লিখেছি।
    প্রথম আলো পত্রিকায় কবিতাটা প্রকাশ করতে চাই কিন্তু কিভাবে প্রকাশ করতে হবে কেউ যদি বলে দিতেন ভালো হতো।
    আর কবিতাটা ছাপালে কি 60 লাইনেই ছাপাবে নাকি সংক্ষিপ্ত করে ছাপাবে? ?

    ReplyDelete
  21. মতামত বিভাগে লিখতে চাই। কিভআভে লেখা পাঠাব জনাতে চাই

    ReplyDelete
  22. Do Update.Because The Rasaalo Is Not Published Now.

    ReplyDelete
  23. This comment has been removed by the author.

    ReplyDelete
  24. ভাইয়া নামের সাথে ঠিকানা দিতে হবেনা?

    ReplyDelete
  25. একটি লেখা সেন্ড করে ৩ মাস অপেক্ষা করা অনেক লম্বা সময় মনে হলো। যাইহোক ওনারা যদি আমার লেখা প্রকাশে আগ্রহী হয় তাহলে কি ই-মেইল করবেন ? আই মিন কোনো ধরণের রিপ্লে দিবেন ?

    ধন্যবাদ ।

    ReplyDelete
  26. ভাইয়া কমিক কিভাবে পাঠাবে হবে?

    ReplyDelete
  27. কবিতা কোনটাতে সেন্ড করা যাবে?

    ReplyDelete
  28. মোবাইল জিমেইলে লেখা পাঠালে ছাপাবে?

    ReplyDelete
  29. ঠিকানা লিখলেও কী সমস্যা?

    ReplyDelete
  30. আমি বাংলাদেশ সম্পর্কে একটা কবিতা পত্রিকায় দিতে চাই।কয়েকটা পত্রিকার ইমেইল ঠিকানা বলুন,প্লিজ।

    ReplyDelete
  31. প্রথম আলো পত্রিকায় কিভাবে কবিতা পাঠাবো মেইল ও প্রকাশের বার বলবেন প্লিজ,

    ReplyDelete
  32. আমার লেখা ছাপলে আমি কিভাবে বুঝবো?

    ReplyDelete
    Replies
    1. সতর্ক থাকতে হবে।

      Delete
    2. সতর্ক থাকতে হবে।

      Delete
    3. সতর্ক থাকতে হবে।

      Delete
  33. বিভিন্ন সাহিত্য পত্রিকার ইমেইল দেখুন নিচের লিঙ্কে

    https://banglasahittos.blogspot.com/2019/10/blog-post_16.html?m=1

    ReplyDelete
  34. আমি আমার লেখা কবিতাগুলি নিয়মিত পাঠাতে চাই।

    ReplyDelete
  35. আমি বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় লেখা ছাপাতে চাই কিভাবে করবো

    ReplyDelete
  36. স্যার আমি একটা কবিতা পাঠালা প্রথমবার,তাই দয়া করে জানাবেন সেটা ঠিক জায়গায়, ঠিকঠাক পাঠানো হয়েছে কিনা।

    ReplyDelete
  37. আমার গল্প পাঠাতে পারছি না

    ReplyDelete
  38. কবিতা ছাপা হলে জানতে পারব কেমন করে?????

    ReplyDelete
  39. কবিতা ছাপা হলে জানবো কেমন করে

    ReplyDelete
  40. আমি ছোটদের জন্য ছড়া লেখেছি কোন প্রত্রিকায় প্রকাশ করতে হবে?জানলে উপকৃত হবো।অগ্রিম ধন্যবাদ।

    ReplyDelete
  41. বাংলাদেশ প্রতিদিনে লিখা দিয়েছিলাম। প্রকাশ হয় না কেন??

    ReplyDelete
  42. বাংলাদেশ প্রতিদিনে লিখা দিয়েছিলাম। প্রকাশ হয় না কেন??

    ReplyDelete
  43. কবিতা পাঠাতে চাই ... ইমেইল ঠিকানাটা দিলে উপকৃত হতাম ।

    ReplyDelete