প্রায় ইনবক্সে শুনতে হয়, ভাই ওমুক
পত্রিকায় কিভাবে লিখব? ওমুক পত্রিকার সম্পাদক জানি কে? আচ্ছা লেখা পাঠানোর
ঠিকানাটা কি? লেখা কি পত্রিকার ঠিকানায় পাঠাব নাকি সম্পাদকের নিজস্ব মেইলে? লেখা
পাঠানোর আগে কি সম্পাদকের সাথে যোগাযোগ করে নিতে হবে? ভাল খাতির না থাকলে লেখা
ছাপবে তো? ইত্যাদি অনেক প্রশ্ন। প্রত্যেককে একই উত্তর দিতে দিতে প্রায় টায়ার্ড হতে
হয়, কখনো বা শিকার হতে হয় ভুল বুঝাবুঝির। তাই ভাবলাম এটা নিয়ে একটা নোট লিখে রাখা
যাক। যেহেতু আমি ফান ম্যাগাজিনের সাথে জড়িত তাই কেবল ফান ম্যাগাজিন সম্পর্কেই
এখানে লিখতে পারব। তো শুরু করার আগে একটু জ্ঞানগর্দব কথা বলা নেয়া যাক-
** কোনো পত্রিকায় (ম্যাগাজিনে) লিখতে
হলে সেই ম্যাগাজিন সম্পর্কে আপনার নূন্যতম জ্ঞান থাকা লাগবে। অন্যথায় লেখালেখির
চেষ্টা না করাই ভাল। কারণ ক্লাস ওয়ান সম্পর্কে ধারনা না থাকলে আপনি
অনার্স-মাষ্টার্সে ভর্তি হবেন ক্যামনে? যাই হোক, ম্যাগাজিন সম্পর্কে জ্ঞান নিতে
হলে কবে কোন পত্রিকার সাথে কোন ম্যাগাজিন বের হয় এটা খেয়াল রাখতে হবে। এজন্য এক
সপ্তাহ একটা পত্রিকায় নজর রাখলেই যথেষ্ট। এখন অনলাইনেই সব পত্রিকা পাওয়া যায়। তাই
কষ্ট করে প্রত্রিকা সংগ্রহের ও দরকার নেই। একঘন্টা ওয়েবসাইট ঘাটলেই সব পত্রিকার
খবরাখবর নিতে পারবেন। তাই এ বিষয়ে আর কথা বাড়ালাম না।
*** এখন আসি লেখা সম্পাদকের পার্সোনাল
মেইলে মেইলে পাঠাবেন নাকি পত্রিকার সাথে দেয়া মেইলে এর উত্তরে। লেখা অবশ্যই
পত্রিকায় দেয়া মেইলে পাঠাবেন। কারণ ওই মেইলটা খোলাই হয় পত্রিকার লেখা গ্রহনের
জন্য। পার্সোনাল মেইলটা সবাই পার্সোনাল রাখতেই ভালবাসে। আপনি যদি কোনো সম্পাদকের
আস্থা অর্জন করতে পারেন তখন না হয় পার্সোনাল মেইল এড্রেস চেয়ে নিবেন। পার্সোনাল
মেইল আইডিটা সাধারনত লেখালেখির দ্বিতীয় ধাপে অনুসরিত হয়। আর তাছাড়া হাতেগোণা
দুয়েকটা পত্রিকা ছাড়া বাকি সবাই পত্রিকার সাথে দেয়া মেইল আইডিটাই ইউজ করে। তাই ওই
আইডিতেই লেখা পাঠানোই উত্তম।
** লেখা পাঠানোর আগে সম্পাদকের সাথে
যোগাযোগ বা এক্সট্রা খাতিরের কোনো দরকার নেই। আপনার লেখার মান যদি ভাল হয় তবে আপনি
লেখাটা ছাপার অক্ষরে দেখার জন্য যতোটা আগ্রহী তারচেয়ে সম্পাদকেরাই বেশি আগ্রহী
থাকবে আপনার লেখাটা ছাপতে। এক্সট্রা খাতির বিষয়টা মূলত আপনার লেখার মানহীনতার
বহিঃপ্রকাশ।
** এবার জানা যাক কিভাবে লেখা পাঠাবেন
এর উত্তর। লেখা ডাকযোগে বা ইমেইলের মাধ্যমে পাঠাতে পারবেন। তবে এখন যেহেতু
অনলাইনের প্রচলনটাই বেশি তাই লেখা ইমেইলে পাঠানোটাই ভাল মনে করছি। লেখা পাঠাতে হলে
ইমেইলে গিয়ে মেইল সেন্ডারের ঠিকানার জায়গায় পত্রিকার মেইল এড্রেসটি টাইপ করুন।
সাবজেক্টে লিখুন আপনার লেখার নাম বা কোন বিভাগে লেখাটি পাঠাতে চাচ্ছেন তার নাম।
এরপর মেইল কম্পোজের ঘরে শুরুতে লেখার শিরোনামটি লিখে তারপর পুরো লেখাটি লিখে সেন্ড
করে দিতে পারেন। তবে সবচেয়ে ভালো হয় লেখাটি MS Word এ
লিখে ইমেইলে Attach File হিসেবে পাঠিয়ে দিলে। আর এক্ষেত্রে
লেখার ফন্ট SutonnyMJ রাখাটাই উত্তম। কারণ পত্রিকার অফিসে
ইউনিকোড টাইপের ফন্ট ইউজ প্রায় হয় না বললেই চলে। নিচে ইমেইল আর ওয়ার্ড ফাইলে
কিভাবে লেখা হয় তার একটি স্ক্রীনশট দিলাম।
![]() |
| ই-মেইল স্যাম্পল |
![]() |
| ওয়ার্ড ফাইলের স্যাম্পল |
তো অনেক কথা বলে ফেললাম। এবার নিচে
একনজরে কয়েকটি পত্রিকার ফান ম্যাগাজিনের নাম ও ঠিকানা জেনে নেয়া যাক তাহলে-
ঠাট্টা
ছাপা হয়: দৈনিক ইত্তেফাক থেকে
সম্পাদনায়: সাইফুল ইসলাম জুয়েল
প্রকাশের দিন: রবিবার
ইমেইল: ittefaq.thatta@gmail.com
রস+আলো
ছাপা হয়: দৈনিক প্রথম আলো থেকে
সম্পাদনায়: সিমু নাসের/ মাহফুজ রহমান
প্রকাশের দিন: সোমবার
ইমেইল: ra@prothom-alo.info
রকমারি রম্য
ছাপা হয়: বাংলাদেশ প্রতিদিন থেকে
সম্পাদনায়: তানভীর আহমেদ
প্রকাশের দিন: সোমবার
ইমেইল: rokorommo@gmail.com
প্যাঁচআল
ছাপা হয়: দৈনিক সমকাল থেকে
সম্পাদনায়: ইমন চৌধুরী
প্রকাশের দিন: সোমবার
ইমেইল: pachaal123@gmail.com
ঘোড়ার ডিম
ছাপা হয়: দৈনিক কালের কণ্ঠ থেকে
সম্পাদনায়: মেহেদী আল মাহমুদ
প্রকাশের দিন: মঙ্গলবার
ইমেইল: ghorardim@kalerkantho.com
অ্যান্টিভাইরাস
ছাপা হয়: দৈনিক আমাদের সময় থেকে
সম্পাদনায়: ইশতিয়াক আহমেদ
প্রকাশের দিন: মঙ্গলবার
ইমেইল: _
থেরাপি
ছাপা হয়: দৈনিক নয়াদিগন্ত থেকে
সম্পাদনায়: সোহেল অটল
প্রকাশের দিন: বৃহষ্পতিবার
ইমেইল: therapy@dailynayadiganta.com
বি:দ্র: লেখালেখি করতে হলে যে জিনিসটি অবশ্যই মনে রাখতে হবে তা হলো-
♦ একই লেখা কখনো একাধিক প্রত্রিকায় পাঠানো যাবে না।
♦ একই লেখা কখনো একাধিক প্রত্রিকায় পাঠানো যাবে না।
♦ কোনো পত্রিকায় লেখা পাঠালে তা যদি না ছাপে তবে কমপক্ষে ৩মাস অপেক্ষা করে লেখাটি অন্য পত্রিকায় পাঠানো যাবে।
♦ অনলাইন থেকে কপিকৃত লেখা নিজের নামে লিখে পত্রিকায় পাঠানো যাবে না।



আমি আমার লিখা প্রকাশ করতে পারতেছিনা।
ReplyDeleteমানসম্মত হলে অবশ্যই ছাপা হবে
Deleteমানসম্মত হলে অবশ্যই ছাপানো হবে
Deleteকবিতা কি ছাপান যাবে রস+আলো তে?
Deleteহইতোবা লেখার মান ভালো না ।
ReplyDeleteআমি ইংরেজি ও বাংলা কবিতা প্রথম আলোতে প্রকাশ করতে আগ্রহী কি করবো?দয়া করে সাহায্য করুন।
ReplyDeleteআপনি যে ধরনের কবিতা লিখতে আগ্রহী প্রথম আলো ঘেটে দেখুন সেই টাইপের কবিতা কোথায় বা কোন পেইজে ছাপায়। পেয়ে গেলে সেই পেইজেই লেখা পাঠানোর ঠিকানা পেয়ে যাবেন।
Deletebondhushava@prothom-alo.info
Deleteএখানে লেখা মেইল করলেই ইনশাল্লাহ প্রকাশ হবে আপনার লেখা!
আশা করি উত্তরটা পেয়েছেন!
আমি ণেখা প্রকাশ করতে চাই, কিভাবে প্রকাশ করবো
Deleteলেখা পাঠাইছি এখন প্রকাশের ডেট কবে?
Delete৩ মাস অপেক্ষা করে লেখাটি অন্য পত্রিকায় পাঠানো যাবে-কেউ যদি এটা না মেনে এক সাথে একই লেখা কয়েক জায়গায় পাঠিয়ে দেয় তাহলে কি ধরনের সমস্যা হতে পারে? লেখা ছাপা হলে কি লেখককে ইনফর্ম করা হয়? জানালে কৃতজ্ঞ হবো৷
Delete🙃
Deletemoninayon467@gmail.com
ReplyDeleteএটা কীসের মেইল?
Deleteপত্রিকায় কোনও লেখা পাঠাতে হুলে তার সাথে সম্পাদকের উদ্দেশে কোনও কথা লিখে দেওয়া বাঞ্ছনীয়?অর্থাৎ অনুরোধক চিঠি পাঠাতে হয়?
ReplyDeleteনা, বরং এই কাজ করলে সম্পাদক বিরক্ত হয়ে আপনার লেখা পড়ার আগেই বাতিল করে দিবেন।
Deleteআমিও লিখা পাঠাতে চা
ReplyDeleteপাঠাতে পারেন
Deletetaimursk1605@gimal.com
ReplyDeleteগল্প লেখা প্রকাশ কোরতে চাই
ReplyDeleteসেটা তো আমার হাতে নেই। যেখানে প্রকাশ করতে চান সেখানে লিখে পাঠালেই হবে। মানসম্মত হলে ছাপাবেই।
Deleteকবিতা প্রকিশ কোরতে চাই
ReplyDeleteতাহলে কবিতা কোন কোন পত্রিকায় কোন কোন পাতায় ছাপায় সেটা আগে দেখে দ্যান পাঠাতে পারেন।
Deleteমানসম্মত হলেই লেখা ছাপে কথাটা একেবারে ঠিক নয়।
ReplyDelete১৩-১৪ বছর এই লাইনে আছি। মানসম্মত হলে ছাপাবে এটাই স্বাভাবিক। আপনার কাছে তবে কোনটা ঠিক জানাবেন কি দয়া করে?
Deleteপ্রথমবার না ছাপলে তিনমাসের আগে অন্য কোন পত্রিকায় দেয়া যাবেনা কেন?
ReplyDeleteদেয়া যায়। তবে না দেয়াই ভাল। কারণ আপনি অন্য কোথাও পাঠানোর পরে যদি দেখলেন আগেরটায় ছাপিয়ে ফেলছে। এবং তারপরে আবার ২য়টাতেও ছাপানো হইছে তাহলে পরবর্তীতে ২ জায়গা থেকেই বহিষ্কৃত হওয়া সম্ভাবনা আছে।
Deleteআমিও আমার গল্প প্রকাশ করতে চাই।
ReplyDeleteপাঠাতে পারেন আপনার পছন্দনীয় পত্রিকায়।
Deleteআমি লিখতে চাই
ReplyDeleteস্বাগতম
Deleteআমি ইনকিলাব পত্রিকার মতামত পৃষ্ঠায় লেখা পাঠাব
ReplyDelete। ঠিকানাটা জানতে চাই।দয়াকরে জানাবেন।
আমি তো ইনকিলাবে লিখি না তাই বলতে পারছি না। তবে মতামত পেইজের উপরে বা নিচে কোনো এক জায়গায় খুঁজলে ঠিকানাটা পেয়ে যাবেন।
Deleteকোনটা বেশি প্রাধান্য পায়?ই-মেইল,নাকি ডাক।আর লেখকের ক্লাস বা বয়স কি কোনো বিষয়?
ReplyDeleteকলাম লেখার ব্যাপারে আপনার কোন আইডিয়া আছে কি?
ReplyDeletesutonnyMJ ছাড়া mobile দিয়ে মেইল করলে হবে না?
ReplyDeleteনাইচ পোস্ট
ReplyDeleteযদি মেইল করে লেখা পাঠাই, আর যদি আমার লেখা ছাপানো হয় তবে আমি কি করে জানবো যে আমার লেখা ছাপা হয়েছে?
ReplyDeleteযারা লিখতে ভালোবাসেন তারা lekhok.club লিখতে পারেন।
ReplyDeleteআমি আমার লেখা একটি গল্প পাঠাতে চাই। তবে, গল্পটা ফেসবুকের একটা গ্রুপে পর্ব আকারে পোস্ট করেছিলাম। সেই গল্পটা কি আমি পত্রিকায় দিতে পারবো? ছাপানোর জন্য??
ReplyDeleteআমি সজীব পত্রিকায় কবিতা প্রকাশ করতে চাই কেউ কি আমাকে সাহায্য করতে পারবেন?
ReplyDeleteমাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে 60 লাইনের একটা কবিতা লিখেছি।
ReplyDeleteপ্রথম আলো পত্রিকায় কবিতাটা প্রকাশ করতে চাই কিন্তু কিভাবে প্রকাশ করতে হবে কেউ যদি বলে দিতেন ভালো হতো।
আর কবিতাটা ছাপালে কি 60 লাইনেই ছাপাবে নাকি সংক্ষিপ্ত করে ছাপাবে? ?
মতামত বিভাগে লিখতে চাই। কিভআভে লেখা পাঠাব জনাতে চাই
ReplyDeleteDo Update.Because The Rasaalo Is Not Published Now.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteভাইয়া নামের সাথে ঠিকানা দিতে হবেনা?
ReplyDeleteএকটি লেখা সেন্ড করে ৩ মাস অপেক্ষা করা অনেক লম্বা সময় মনে হলো। যাইহোক ওনারা যদি আমার লেখা প্রকাশে আগ্রহী হয় তাহলে কি ই-মেইল করবেন ? আই মিন কোনো ধরণের রিপ্লে দিবেন ?
ReplyDeleteধন্যবাদ ।
ভাইয়া কমিক কিভাবে পাঠাবে হবে?
ReplyDeleteকবিতা কোনটাতে সেন্ড করা যাবে?
ReplyDeleteমোবাইল জিমেইলে লেখা পাঠালে ছাপাবে?
ReplyDeleteঠিকানা লিখলেও কী সমস্যা?
ReplyDeleteআমি বাংলাদেশ সম্পর্কে একটা কবিতা পত্রিকায় দিতে চাই।কয়েকটা পত্রিকার ইমেইল ঠিকানা বলুন,প্লিজ।
ReplyDeleteপ্রথম আলো পত্রিকায় কিভাবে কবিতা পাঠাবো মেইল ও প্রকাশের বার বলবেন প্লিজ,
ReplyDeleteআমার লেখা ছাপলে আমি কিভাবে বুঝবো?
ReplyDeleteসতর্ক থাকতে হবে।
Deleteসতর্ক থাকতে হবে।
Deleteসতর্ক থাকতে হবে।
Deleteবিভিন্ন সাহিত্য পত্রিকার ইমেইল দেখুন নিচের লিঙ্কে
ReplyDeletehttps://banglasahittos.blogspot.com/2019/10/blog-post_16.html?m=1
আমি আমার লেখা কবিতাগুলি নিয়মিত পাঠাতে চাই।
ReplyDeleteআমি বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় লেখা ছাপাতে চাই কিভাবে করবো
ReplyDeleteস্যার আমি একটা কবিতা পাঠালা প্রথমবার,তাই দয়া করে জানাবেন সেটা ঠিক জায়গায়, ঠিকঠাক পাঠানো হয়েছে কিনা।
ReplyDeleteআমার গল্প পাঠাতে পারছি না
ReplyDeleteকবিতা ছাপা হলে জানতে পারব কেমন করে?????
ReplyDeleteকবিতা ছাপা হলে জানবো কেমন করে
ReplyDeleteআমি ছোটদের জন্য ছড়া লেখেছি কোন প্রত্রিকায় প্রকাশ করতে হবে?জানলে উপকৃত হবো।অগ্রিম ধন্যবাদ।
ReplyDeleteবাংলাদেশ প্রতিদিনে লিখা দিয়েছিলাম। প্রকাশ হয় না কেন??
ReplyDeleteবাংলাদেশ প্রতিদিনে লিখা দিয়েছিলাম। প্রকাশ হয় না কেন??
ReplyDeleteকবিতা পাঠাতে চাই ... ইমেইল ঠিকানাটা দিলে উপকৃত হতাম ।
ReplyDelete