Wednesday, May 18, 2016

আমাদের শহর!


আমাদের বড় শহরে বড় বড় বাড়ি,
রাস্তায় মানুষের চেয়ে চলে বেশি গাড়ি

পাড়ার সকল ছেলে যে যার মতো চলে,
দশজনে দশ কথা একই টাইমে বলে

আলো নাই, ছায়া নাই, দূষিত বাতাস,
কোটি কোটি মানুষের এক শহরেই বাস

মাঠ ভরা পোলাপান খেলার জায়গা নাই,
মোবাইল আর কম্পিউটারে সবে গেমসে মজে তাই

আমগাছ, জামগাছ, সবার সাথে আড়ি,
বনভূমি কেটেই সেথা নির্মাণ হয় বাড়ি

সকালে সোনার রবি কোন দিকে যে ওঠে,
ইট-পাথরের এই শহরে যায় না বোঝা মোটে

(কবি বন্দে আলী মিয়ার আমাদের গ্রাম কবিতা অবলম্বনে প্যারোডি)

(১৮ মে ২০১৬)

No comments:

Post a Comment