Tuesday, June 14, 2016

বাজেট রঙ্গ‍!

কার্টুন-১:
ফকির: খালাম্মা, আগে না প্রত্যেকদিন সকালে আমারে বাসি র“টি আর পাউর“টি খাইতে দিতেন? এখন কয়দিন ধরে সেটা একেবারেই দিতেছেন না ঘটনা কি?
মহিলা: বাজেটে পাউর“টির দাম বাড়ার পর থেকে এখন কষ্ট করে নিজেরাই বাসি র“টি খাওয়া শিখে গেছি তাই...

কার্টুন-২:
১ম জন: এবারের বাজেটেও মোবাইলের খরচ বাড়ানো হয়েছে। এভাবে চলতে থাকলে ক্যামনে কি?
২য় জন: ক্যামনে আবার কি? মোবাইল চালান বাদ দিয়া আগের দিনের মতো চিঠি চালাচালি কিংবা কবুতরের মাধ্যমে সংবাদ আদান-প্রদান করবি!


লেখা ও আঁকা: রবিউল ইসলাম সুমন
প্রথম প্রকাশ: যুগান্তর রঙ্গ, দৈনিক যুগান্তর
(১১ জুন ২০১৬)

No comments:

Post a Comment