Saturday, August 22, 2015

পুরাতন আনস্মার্ট ফোনের স্মার্ট কিছু ব্যবহার!

স্মার্টফোনের সহজলভ্যতার কারণে এখন পুরাতন আনস্মার্ট ফোনের কদর প্রায় নেই বললেই চলে।
তাই বলে কি আপনার পুরাতন ফোনটিকে ফেলে দিবেন? অবশ্যই না। তো কিভাবে সেই আনস্মার্ট
ফোনটিকে বিভিন্ন স্মার্ট কাজে ব্যবহার করবেন সেটাই এখন জানাচ্ছেন- রবিউল ইসলাম সুমন

♦ বাচ্চাদের জন্য আলাদা করে খেলনার মোবাইল না কিনে আপনার পুরাতন মোবাইলটিকেই বাচ্চাদের খেলনা হিসেবে ব্যবহার করতে দিতে পারেন।
♦ চাইলে আপনার পুরাতন ফোনটিকে মুদি দোকানে বাটখারা হিসেবেও ব্যবহার করতে পারবেন।
♦ মূল্যবান কাগজপত্র যত্নসহকারে রাখার জন্য আপনার পুরাতন মোবাইলটিকে পেপার ওয়েট হিসেবেও ব্যবহার করতে পারেন।
♦ পুরতন মোবাইলগুলো সংরক্ষণ করে আপনি নিজের ঘরকে ছোটখাট একটা মিউজিয়াম ঘোষণা করতে পারেন!
♦ আনস্মার্ট মোবাইলগুলো যথেষ্ট টেকসই হওয়ায় ওইগুলা দিয়ে ঢিল ছুঁড়ে গাছের আম বা বড়ই পারতে পারবেন অনায়সেই।
♦ যেহেতু পুরাতন অধিকাংশ ফোনেই টর্চ সিস্টেম ছিল তাই চাইলে ফোনটিকে রাতের বেলায় আপনি টর্চলাইট হিসেবেও ব্যবহার করতে পারেন!
♦ যেসব মোবাইলে এণ্টেনা লাগানো ছিল সেগুলো দিয়ে আরামসে নিজের কান চুলকিয়ে নিতে পারেন!
♦ একাধিক নষ্ট মোবাইল থাকলে সেগুলো দোকানের মতো সাজিয়ে আপনি লোকজনের সামনে নিজেকে মোবাইল মেকানিক হিসেবে পরিচয় দিতে পারবেন।
♦ ছিনতাইয়ের কবলে পড়লে ছিনতাইকারীর হাতে আপনার আনস্মার্ট ফোনটি গছিয়ে দিয়ে আপনি সহী-সালামতে চম্পট দিতে পারেন!
♦ সর্বপরি একেবারেই যদি কোনো কাজে না লাগাতে পারেন তবে আপনার পুরনো আনস্মার্ট ফোনটিকে কটকটি ওয়ালার কাছে বেঁচে দিয়ে কিছু টুপাইস ইনকাম করতে পারেন কিংবা মনে চাইলে আপনি কটকটিও কিনে খেতে পারবেন!
লেখা ও আঁকা: রবিউল ইসলাম সুমন
প্রথম প্রকাশ: রকমারি রম্য, বাংলাদেশ প্রতিদিন
(১৮ আগষ্ট ২০১৫)

No comments:

Post a Comment