Tuesday, August 11, 2015

ছবি দেখে নাম বলুন...



নিচের ছবিগুলোতে বাংলাদেশের কয়েকটি থানার নাম লুকানো আছে। বলুন তো থানাগুলোর নাম কী?


মিলিয়ে নিন আপনার উত্তর
১. দোহার, ঢাকা। ২. লৌহজং, মুন্সীগঞ্জ। ৩. ত্রিশাল, ময়মনসিংহ। ৪. মধুখালী, ফরিদপুর। ৫. ভাঙ্গা, ফরিদপুর। ৬. বাঁশখালী, চট্টগ্রাম। ৭. গাইবান্ধা, গাইবান্ধা। ৮. চিলমারী, কুড়িগ্রাম। ৯. বেলকুচি, সিরাজগঞ্জ। ১০. বড়লেখা, মৌলভীবাজার।
কার্টুন: রবিউল ইসলাম সুমন
প্রথম প্রকাশ: ঘোড়ার ডিম, কালের কণ্ঠ
(১১ আগষ্ট ২০১৫)

No comments:

Post a Comment