Wednesday, March 11, 2015

মোবাইল দিয়ে ইউটিউবের ভিডিও ডাউনলোড করার সবচাইতে সহজ ট্রিকস!

ট্রিকসটা অনেক পুরনো। তারপরও দেখি অনেকে ইনবক্সে বা বিভিন্ন ভাবে জানতে চায় ইউটিউবের ভিডিও কিভাবে ডাউনলোড করা যায়? সবাইকে একই উত্তর দিতে দিতে মুখ আর হাত ব্যথা হওয়ার উপক্রম! তাই ভাবলাম এবার ট্রিকসটা লিখে রাখা যাক! তো আর বকবক না করে মূল পোস্টে গেলাম...

মোবাইল থেকে ইউটিউবের ভিডিও ডাউনলোড করতে হলে প্রথমে যেই ভিডিওটি ডাউনলোড করতে চান তার লিংকটি কপি করুন। আগে থেকে কোনো ভিডিও'র লিংক কপি করা না থাকলে ইউটিউভে প্রবেশ করে এক্ষুণি সার্চ করে যেকোনো একটি ভিডিও'র লিংক কপি করে নিন। আপনার কপি করা লিংকটি হবে এরকম- www.youtube.com/watch?v=eCiqNP2EnCU অথবা m.youtube.com/watch?v=eCiqNP2EnCU এমন। এখানে পিসি থেকে লিংক কপি করলে লিংকের শুরুটা হবে www.youtube... আর মোবাইল থেকে কপি করলে হবে m.youtube... দিয়ে। তো লিংক কপি করার পর আপনাকে এটা একটু এডিট করতে হবে। এখানে আপনাকে www বা m এর পরে যে youtube কথটা লেখা আছে সেটা এডিট করে "y" এর আগে দুইটা "ss" বসাতে হবে। অর্থাৎ এডিট করার পর আপনার লিংকটি হয়ে যাবে www.ssyoutube.com/watch?v=eCiqNP2EnCU এরকম।
এবার এই লিংকটি আপনার মোবাইলে থাকা যেকোনো ব্রাউজারের এড্রেসবারে কপি করে Enter বা Ok চাপুন। দেখবেন নতুন একটা পেইজ ওপেন হয়েছে এবং এই পেইজের নিচের আপনার সার্চ করা ভিডিও'র প্রিভিউ ও কয়েকটি ফরম্যাট দেখা যাচ্ছে। এই ফরম্যাট গুলোর যেকোনো একটাতে ক্লিক করলেই আপনার ভিডিওটি ডাউনলোড শুরু হয়ে যাবে।
নোট: সবচেয়ে ভালো হয় ডাউনলোডের জন্য আপনার মোবাইলের UC Browser ব্যাবহার করলে। কারণ এতে আপনি Cloud এবং Resume এই দুই ধরনের ডাউনলোডের এক্সট্রা সুবিধা পাবেন!

No comments:

Post a Comment