ফ্রি'র যুগে ফ্রি ছাড়া
পন্য কিনতে নাই
মাছ-মাংস তরকারিতে ও
ফ্রি থাকা চাই।
মাংস কিনলে হাড্ডি ফ্রি
ছাঁই পাওয়া যায় মাছে
চিপস কিনলে ট্যাটু মিলবে
বিক্রেতাদের কাছে!
সাবানের সাথে আয়না ফ্রি
পেষ্টের সঙ্গে ব্রাশ
চা-পাতায় চামচ আর
গুঁড়ো দুধে ফ্রি গ্লাস।
ফ্রি'র পিছে ছুটতে ছুটতে
মানুষ হচ্ছে পাগল
লঞ্চ ডুবিতে মারা গেলে
ফ্রি পাওয়া যায় ছাগল!

 
No comments:
Post a Comment