আমি আজ আপনাদের সাথে যে সফটওয়্যার নিয়ে কথা বলবো তার নাম Prophecy Master। হয়তো এই সফটওয়্যারের নাম আপনারা অনেকেই শুনেছেন। যদি শুনে থাকেন বা এটি নিয়ে আগে কোথাও পোস্ট হয়ে থাকে তবে আমি দুঃখিত। আমি এর আগে একবার একটি ব্লগে এটি নিয়ে পোস্ট দেখেছিলাম। কিন্তু আফসোস সেটি ছিলো ট্রায়াল ভার্সন তাই ওই পোস্ট দেখে এতটা খুশি হতে পারিনি। আর তাই বহু জায়গা ঘুরে Prophecy Master এর ফুল ভার্সন খোঁজার চেষ্টা করেছিলাম, কিন্তু তাতে ও বিফল হলাম। আবশেষে আমার এক বন্ধুর কাছে পেয়ে গেলাম এর ফুল ভার্সন! Prophecy Master সফটওয়্যারের মাধ্যমে আপনি আপনার আজকের চেহারাকে ২০ বছর পর কেমন দেখা যাবে তা দেখে নিতে পারবেন তা ও মাত্র ২টি ক্লিক করে! তাহলে এবার দেখে নিন কীভাবে এই কাজটি করবেন –
প্রথমে Prophecy Master সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করুন।  (Download Password : pchelplinebd.com) এরপর ডেস্কটপে আসা “ProphecyMaster” শর্টকাট আইকনে ডাবল ক্লিক করে সফটওয়্যারটি ওপেন করুন। এবার Load Image এ ক্লিক করে একটি ইমেজ লোড করে Next ক্লিক করুন। ব্যাস আপনার কাজ শেষ! এবার মিলিয়ে দেখুন ২০ বছর পর কেমন হবে আপনার চেহারা!! আপনি চাইলে Save বাটনে ক্লিক করে ছবিটি সংরক্ষন করতে পারবেন।
বিঃদ্রঃ সফটওয়্যারটি ফুল ভার্সন করার প্রক্রিয়া এর সাথে দেওয়া একটি PDF ফাইলে দেখানো হয়েছে।

 
No comments:
Post a Comment