Wednesday, September 21, 2016

ঈদ অনুষ্ঠানমালার যত বিড়ম্বনা...

যারা ঈদ অনুষ্ঠানমালা দেখেছেন তারা একটু হলেও জানেন অনুষ্ঠান দেখার বিড়ম্বনা কী এবং তা কত প্রকার। আর যারা জানেন না তাদের জন্যই এই আয়োজন। সঙ্গে আছেন— রবিউল ইসলাম সুমন

— একটু শান্তিমতো বসে বিজ্ঞাপন দেখবেন তার উপায় নেই। মাঝেমাঝে নাটক-সিনেমা চলে আসবে আপনাকে বিরক্ত করার জন্য।

— টেলিভিশনে একটা নাটকের অনুষ্ঠানসূচি মোট যতক্ষণ দেখায়, হিসাব করলে দেখবেন ওই নাটকের  দৈর্ঘ্য তার চেয়ে কমই আছে।

— সব চ্যানেলে একই অভিনেতা-অভিনেত্রীর মুখ দেখতে দেখতে ভুলেই যাবেন কোনটা কোন অনুষ্ঠানের অংশ ছিল।

— একবার কোনো অনুষ্ঠান স্কিপ করে গেলে সেটা আর দ্বিতীয়বার খুঁজে বের করার চেষ্টা বৃথা হয়ে যাবে।

— টেলিভিশনগুলা যতই ৭ দিন, ৮ দিন বা ১০ দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে বলুক না কেন- রিমোট চেপে চ্যানেল নাড়তে গেলেই দেখবেন প্রতিটা চ্যানেলে হয় বিজ্ঞাপন নয়তো অনুষ্ঠানসূচি  দেখানো হচ্ছে।

— প্রায় প্রতিটি অনুষ্ঠান দেখার পরে এর মান দেখে মনে হবে এতক্ষণ শুধু ফাও ফাও অপচয় করলেন।

প্রথম প্রকাশ: রকমারি রম্য, বাংলাদেশ প্রতিদিন
(১৯ সেপ্টেম্বর ২০১৬)

1 comment: