Wednesday, May 11, 2016

আমাদের শিক্ষাবোর্ড!



আমাদের শিক্ষাবোর্ড
চলে ঢিলা-ঢালা
রেজাল্টের দিনেই তার
বাড়ে যত জ্বালা!

ক্রোম আর ফায়ারফক্স
ব্রাউজিংয়েই ফেইল
ইন্টারনেট এক্সপ্লোরেও
নাই কোনো বেইল!

ব্রডব্যান্ড লাইনে আর
কুলায় না স্পিড
মাথা ঘুরায় মডেমের
বারে বার হয় ফিট!

এই যদি হয়রে ভাই
ডিজিটালের যুগ
লজ্জায় এনালগের

লাল হবে মুখ!

রবীন্দ্রনাথের ‘আমাদের ছোট নদী’ কবিতা অবলম্বনে প্যারোডি।

প্রথম প্রকাশ: এনটিভি (অনলাইন)
(১১ মে ২০১৬)


No comments:

Post a Comment