স্মার্টফোন শুধু কথা বলার কাজেই ব্যবহার
হয় এমন নয়। স্মার্টফোনের রয়েছে বেশকিছু ওভার স্মার্ট সুবিধাও। যার কল্যাণে আপনি আপনার
দৈনন্দিন ব্যবহৃত জিনিসপত্র আর যন্ত্রপাতিতে দিতে পারবেন আধুনিকতার ছোঁয়া! ভাবছেন কীভাবে? সেটাই
জানাচ্ছেন- রবিউল ইসলাম সুমন
♦ যেহেতু স্মার্টফোন অল্প ব্যবহারেই অধিক গরম হয়ে যায়, তাই আপনি
আপনার ব্যবহৃত স্মার্টফোনটি দিয়ে কাপড় ইস্ত্রি করে নিতে পারবেন অনায়াসে।
♦ স্মার্টফোনের ডিসপ্লে বড় হওয়ায় এটাকে সহজেই আয়নার বিকল্প হিসেবে ইউজ করা যায়। আর এ জন্য যে আপনার আয়না কেনার খরচ বেঁচে যাবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবে স্মার্টফোনের ডিসপেল্গতে একেবারে আয়নার মতো চকচকে ফেস দেখতে না পারার কারণে যদি আপনার সাজসজ্জায় কোনো ত্রুটি দেখা দেয় এর জন্য লেখক কোনোভাবেই দায়ী নয়!
♦ স্মার্টফোনের চার্জ অত্যন্ত দ্রুত ফুরিয়ে যায় বিধায় মোবাইলের প্রতি আসক্তি কমে যাবে। ফলে বেঁচে যাওয়া টাইমগুলো আপনি আপনার গার্লফ্রেন্ড বা পরিবারকে দিতে পারবেন!
♦ স্মার্টফোন কিছুক্ষণ পর পর হ্যাং হয় বিধায় আপনাকে বারবার ব্যাটারি-কেসিং খুলে খুলে ফোন ঠিক করতে হবে। ফলে বারবার খোলার কারণে আপনার হ্যান্ডসেটে ধুলা-ময়লা জমলে সেগুলো পরিষ্কার করা সহজ হয়ে যাবে। আর এ জন্য আপনার ফোন আজীবনই থাকবে নতুনের মতো ঝকঝকা!
♦ স্মার্টফোনে টিভি দেখার সুবিধা থাকায় আপনাকে আর টাকা খরচ করে টিভি কিনতে হবে না। এছাড়া যেখানে-সেখানে ব্যবহারের উপযোগী হওয়ায় স্মার্টফোনের টিভি আপনি চাইলে অফিস কিংবা বাথরুমে বসেও দেখার সুবিধা উপভোগ করতে পারবেন। ফলে আপনি সর্বদাই থাকতে পারবেন টিভির সঙ্গে কানেক্টেড। তবে অতিরিক্ত টিভি দেখার কারণে আপনার চোখের অবস্থার যে বারোটা বাজবে, তা কিন্তু আগেই বলে রাখলুম!
♦ ওজনে ভারী হওয়ায় চাইলে আপনি আপনার শখের স্মার্টফোনটিকে সহজেই পেপার ওয়েট হিসেবে ব্যবহার করতে পারবেন!
♦ সাইজে বড় হওয়ার কারণে অনেক স্মার্টফোনই পকেটে রাখা যায় না। ফলে মোবাইল পকেটে নিয়ে ঘুরতে হলে আপনাকে প্রচলিত পকেটের বাইরে বড় মাপের পকেট বানাতে হবে। আর এতে করে আপনার কাপড়ে তৈরি হবে নয়া স্টাইল। এজন্য আপনি হয়ে উঠতে পারেন সবার চোখে একজন ফ্যাশনসচেতন পাবলিক!
♦ স্মার্টফোনের ডিসপ্লে বড় হওয়ায় এটাকে সহজেই আয়নার বিকল্প হিসেবে ইউজ করা যায়। আর এ জন্য যে আপনার আয়না কেনার খরচ বেঁচে যাবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবে স্মার্টফোনের ডিসপেল্গতে একেবারে আয়নার মতো চকচকে ফেস দেখতে না পারার কারণে যদি আপনার সাজসজ্জায় কোনো ত্রুটি দেখা দেয় এর জন্য লেখক কোনোভাবেই দায়ী নয়!
♦ স্মার্টফোনের চার্জ অত্যন্ত দ্রুত ফুরিয়ে যায় বিধায় মোবাইলের প্রতি আসক্তি কমে যাবে। ফলে বেঁচে যাওয়া টাইমগুলো আপনি আপনার গার্লফ্রেন্ড বা পরিবারকে দিতে পারবেন!
♦ স্মার্টফোন কিছুক্ষণ পর পর হ্যাং হয় বিধায় আপনাকে বারবার ব্যাটারি-কেসিং খুলে খুলে ফোন ঠিক করতে হবে। ফলে বারবার খোলার কারণে আপনার হ্যান্ডসেটে ধুলা-ময়লা জমলে সেগুলো পরিষ্কার করা সহজ হয়ে যাবে। আর এ জন্য আপনার ফোন আজীবনই থাকবে নতুনের মতো ঝকঝকা!
♦ স্মার্টফোনে টিভি দেখার সুবিধা থাকায় আপনাকে আর টাকা খরচ করে টিভি কিনতে হবে না। এছাড়া যেখানে-সেখানে ব্যবহারের উপযোগী হওয়ায় স্মার্টফোনের টিভি আপনি চাইলে অফিস কিংবা বাথরুমে বসেও দেখার সুবিধা উপভোগ করতে পারবেন। ফলে আপনি সর্বদাই থাকতে পারবেন টিভির সঙ্গে কানেক্টেড। তবে অতিরিক্ত টিভি দেখার কারণে আপনার চোখের অবস্থার যে বারোটা বাজবে, তা কিন্তু আগেই বলে রাখলুম!
♦ ওজনে ভারী হওয়ায় চাইলে আপনি আপনার শখের স্মার্টফোনটিকে সহজেই পেপার ওয়েট হিসেবে ব্যবহার করতে পারবেন!
♦ সাইজে বড় হওয়ার কারণে অনেক স্মার্টফোনই পকেটে রাখা যায় না। ফলে মোবাইল পকেটে নিয়ে ঘুরতে হলে আপনাকে প্রচলিত পকেটের বাইরে বড় মাপের পকেট বানাতে হবে। আর এতে করে আপনার কাপড়ে তৈরি হবে নয়া স্টাইল। এজন্য আপনি হয়ে উঠতে পারেন সবার চোখে একজন ফ্যাশনসচেতন পাবলিক!
লেখা ও আঁকা: রবিউল ইসলাম সুমন
প্রথম প্রকাশ: প্যাঁচআল, দৈনিক সমকাল
(৩ আগষ্ট ২০১৫)

 
No comments:
Post a Comment