Friday, June 26, 2015

থ্রি ইডিয়েটসগিরি!

পরীক্ষার হলে বেঞ্চে বসে নিজের অজান্তেই হেসে উঠলাম এমন সময় খাতা দিতে আসা স্যার (পরীক্ষা পরিদর্শক) এসে বললেন -


স্যার: হাসছো কেন?
ছাত্র: ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম মেয়েদের পাশে বসে পরীক্ষা দিচ্ছি! ভার্সিটি লাইফে এসে আজ সেই স্বপ্ন বাস্তবায়িত হয়ে গেল, তাই মজা লাগছে। এজন্য হাসছি!
স্যার: ইডিয়েট! আগে কোনোদিন মেয়েদের পাশে আর বসোনি বুঝি?
ছাত্র (মাথা চুলকাতে চুলকাতে): ইয়ে... বসেছিলাম স্যার ঢাকা থেকে কুমিল্লায় যাওয়ার পথে বাসে একবার এক মেয়ের পাশে বসার সুযোগ হয়েছিল!
স্যার: আজ কি পরীক্ষা তোমার?
ছাত্র: রাষ্ট্রবিজ্ঞান, স্যার
স্যার: হুম, বলো দেখি বিজ্ঞান কি?
ছাত্র: আসলে স্যার, সহজ কথায় বলতে গেলে আমাদের চারপাশে যা আছে তাই বিজ্ঞান
স্যার: ক্যান ইউ ইলাবোরেট প্লিজ?
ছাত্র: এই যে স্যার পরীক্ষা দিতে আসছি, ফাইলের ভেতর রাখা আছে জ্যামিতি বক্স এটা একটা বিজ্ঞান, লেখার জন্য কলম ইউজ করব এই কলমটাও বিজ্ঞান বলতে গেলে স্যার, ফাইলের জিপ থেকে আপনার হাতে থাকা OMR শিট সবই বিজ্ঞান!
স্যার: এগুলা সব বিজ্ঞান?
ছাত্র: হুম, এক সেকেন্ড স্যার এক্সাম্পল দিচ্ছি এই দেখুন স্যার,  OMR শিটে নাম্বার লিখছি, আর বৃত্ত ভরাট করছি লিখছি, ভরাট করছি লিখছি, ভরাট করছি ডট ডট ডট!
স্যার: ফাজলামো করো? বিজ্ঞানের সংজ্ঞা কি সেটা বলো?
ছাত্র: এতোক্ষণ সংজ্ঞাই তো বললাম, স্যার। সহজ ভাষায়!
স্যার: বইয়ের ভাষায় বলো
ছাত্র: স্যার ওইটাই তো...
স্যার (পাশের জনকে উদ্দেশ্য করে): তুমি বলো দেখি বিজ্ঞান কি?
মেয়ে: হি হি... প্রাকৃতিক সামাজিক বিশ্বকে বোঝার জন্য প্রমাণ নির্ভর নিয়মতান্ত্রিক উপায়ে জ্ঞানের অনুসন্ধানই বিজ্ঞান স্যার
স্যার: বাহ! কি সুন্দর সংজ্ঞা!
ছাত্র: কিন্তু স্যার, আমিও তো একই কথা বলেছিলাম সহজ ভাষায়!
স্যার: শাটআপ...
ছাত্র: স্যরি স্যার?
স্যার: সহজ ভাষায় সংজ্ঞা বলতে হলে বাইরে গিয়ে অন্য কারো সামনে বলবে, আমার স্যামনে নয়! বুঝছ? যাও এখন বাইরে চলে যাও।
ছাত্র: ওকে, স্যার যাচ্ছি...

কিছুক্ষন পর...
স্যার: একি! আবার ফিরে আসছো যে?
ছাত্র: কিছু একটা বলতে ভুলে গিয়েছিলাম, স্যার
স্যার: কি সেটা?
ছাত্র: Science is a branch of knowledge or study dealing with a body of facts or truths systematically arranged and showing the operations of general laws.
স্যার: মানে কি?
ছাত্র: মানে প্রবেশপত্র, স্যার! প্রবেশপত্রটা নিতে ভুলে গিয়েছিলাম! নিয়ে যাব?
স্যার: সংজ্ঞা জানো সেটা আগে বললেই পারতে! এতো ঘুরিয়ে ফিরিয়ে বলার কি দরকার ছিল!
ছাত্র: একটু আগে তো সহজ করে বলতে চাইলাম! আপনি সুযোগ দিলেন কই?!!
স্যার: যাও তোমার সিটে বসে সুন্দর করে পরীক্ষা দাও গিয়ে...
ছাত্র: ধন্যবাদ, স্যার!

লেখা ও আঁকা: রবিউল ইসলাম সুমন
প্রথম প্রকাশ: প্যাঁচআলদৈনিক সমকাল
(৮ জুন ২০১৫)

ছাতার ব্যতিক্রমী ব্যবহার!

ছাতা যে আপনাকে শুধু রোদ-বৃষ্টি থেকে সুরক্ষা দেয় তা কিন্তু নয়। এর বাইরেও রয়েছে ছাতার বহুমুখী ব্যবহার। তো আর কি কি কাজে ছাতাকে ব্যবহার করা যায় চলুন দেখে আসি -


আইডিয়া: শামছুল হক রাসেল, আঁকা: রবিউল ইসলাম সুমন
প্রথম প্রকাশ: রকমারি রম্য, বাংলাদেশ প্রতিদিন
(৮ জুন ২০১৫)

Thursday, June 25, 2015

আপনারা/ তোমরা/ তোরা যারা পত্রিকায় লিখতে আগ্রহী...

প্রায় ইনবক্সে শুনতে হয়, ভাই ওমুক পত্রিকায় কিভাবে লিখব? ওমুক পত্রিকার সম্পাদক জানি কে? আচ্ছা লেখা পাঠানোর ঠিকানাটা কি? লেখা কি পত্রিকার ঠিকানায় পাঠাব নাকি সম্পাদকের নিজস্ব মেইলে? লেখা পাঠানোর আগে কি সম্পাদকের সাথে যোগাযোগ করে নিতে হবে? ভাল খাতির না থাকলে লেখা ছাপবে তো? ইত্যাদি অনেক প্রশ্ন। প্রত্যেককে একই উত্তর দিতে দিতে প্রায় টায়ার্ড হতে হয়, কখনো বা শিকার হতে হয় ভুল বুঝাবুঝির। তাই ভাবলাম এটা নিয়ে একটা নোট লিখে রাখা যাক। যেহেতু আমি ফান ম্যাগাজিনের সাথে জড়িত তাই কেবল ফান ম্যাগাজিন সম্পর্কেই এখানে লিখতে পারব। তো শুরু করার আগে একটু জ্ঞানগর্দব কথা বলা নেয়া যাক-


** কোনো পত্রিকায় (ম্যাগাজিনে) লিখতে হলে সেই ম্যাগাজিন সম্পর্কে আপনার নূন্যতম জ্ঞান থাকা লাগবে। অন্যথায় লেখালেখির চেষ্টা না করাই ভাল। কারণ ক্লাস ওয়ান সম্পর্কে ধারনা না থাকলে আপনি অনার্স-মাষ্টার্সে ভর্তি হবেন ক্যামনে? যাই হোক, ম্যাগাজিন সম্পর্কে জ্ঞান নিতে হলে কবে কোন পত্রিকার সাথে কোন ম্যাগাজিন বের হয় এটা খেয়াল রাখতে হবে। এজন্য এক সপ্তাহ একটা পত্রিকায় নজর রাখলেই যথেষ্ট। এখন অনলাইনেই সব পত্রিকা পাওয়া যায়। তাই কষ্ট করে প্রত্রিকা সংগ্রহের ও দরকার নেই। একঘন্টা ওয়েবসাইট ঘাটলেই সব পত্রিকার খবরাখবর নিতে পারবেন। তাই এ বিষয়ে আর কথা বাড়ালাম না।

*** এখন আসি লেখা সম্পাদকের পার্সোনাল মেইলে মেইলে পাঠাবেন নাকি পত্রিকার সাথে দেয়া মেইলে এর উত্তরে। লেখা অবশ্যই পত্রিকায় দেয়া মেইলে পাঠাবেন। কারণ ওই মেইলটা খোলাই হয় পত্রিকার লেখা গ্রহনের জন্য। পার্সোনাল মেইলটা সবাই পার্সোনাল রাখতেই ভালবাসে। আপনি যদি কোনো সম্পাদকের আস্থা অর্জন করতে পারেন তখন না হয় পার্সোনাল মেইল এড্রেস চেয়ে নিবেন। পার্সোনাল মেইল আইডিটা সাধারনত লেখালেখির দ্বিতীয় ধাপে অনুসরিত হয়। আর তাছাড়া হাতেগোণা দুয়েকটা পত্রিকা ছাড়া বাকি সবাই পত্রিকার সাথে দেয়া মেইল আইডিটাই ইউজ করে। তাই ওই আইডিতেই লেখা পাঠানোই উত্তম।

** লেখা পাঠানোর আগে সম্পাদকের সাথে যোগাযোগ বা এক্সট্রা খাতিরের কোনো দরকার নেই। আপনার লেখার মান যদি ভাল হয় তবে আপনি লেখাটা ছাপার অক্ষরে দেখার জন্য যতোটা আগ্রহী তারচেয়ে সম্পাদকেরাই বেশি আগ্রহী থাকবে আপনার লেখাটা ছাপতে। এক্সট্রা খাতির বিষয়টা মূলত আপনার লেখার মানহীনতার বহিঃপ্রকাশ।


** এবার জানা যাক কিভাবে লেখা পাঠাবেন এর উত্তর। লেখা ডাকযোগে বা ইমেইলের মাধ্যমে পাঠাতে পারবেন। তবে এখন যেহেতু অনলাইনের প্রচলনটাই বেশি তাই লেখা ইমেইলে পাঠানোটাই ভাল মনে করছি। লেখা পাঠাতে হলে ইমেইলে গিয়ে মেইল সেন্ডারের ঠিকানার জায়গায় পত্রিকার মেইল এড্রেসটি টাইপ করুন। সাবজেক্টে লিখুন আপনার লেখার নাম বা কোন বিভাগে লেখাটি পাঠাতে চাচ্ছেন তার নাম। এরপর মেইল কম্পোজের ঘরে শুরুতে লেখার শিরোনামটি লিখে তারপর পুরো লেখাটি লিখে সেন্ড করে দিতে পারেন। তবে সবচেয়ে ভালো হয় লেখাটি MS Word এ লিখে ইমেইলে Attach File হিসেবে পাঠিয়ে দিলে। আর এক্ষেত্রে লেখার ফন্ট SutonnyMJ রাখাটাই উত্তম। কারণ পত্রিকার অফিসে ইউনিকোড টাইপের ফন্ট ইউজ প্রায় হয় না বললেই চলে। নিচে ইমেইল আর ওয়ার্ড ফাইলে কিভাবে লেখা হয় তার একটি স্ক্রীনশট দিলাম।
ই-মেইল স্যাম্পল
ওয়ার্ড ফাইলের স্যাম্পল
তো অনেক কথা বলে ফেললাম। এবার নিচে একনজরে কয়েকটি পত্রিকার ফান ম্যাগাজিনের নাম ও ঠিকানা জেনে নেয়া যাক তাহলে-

ঠাট্টা
ছাপা হয়: দৈনিক ইত্তেফাক থেকে
সম্পাদনায়: সাইফুল ইসলাম জুয়েল
প্রকাশের দিন: রবিবার
ইমেইল: ittefaq.thatta@gmail.com

রস+আলো
ছাপা হয়: দৈনিক প্রথম আলো থেকে
সম্পাদনায়: সিমু নাসের/ মাহফুজ রহমান
প্রকাশের দিন: সোমবার
ইমেইল: ra@prothom-alo.info

রকমারি রম্য
ছাপা হয়: বাংলাদেশ প্রতিদিন থেকে
সম্পাদনায়: তানভীর আহমেদ
প্রকাশের দিন: সোমবার
ইমেইল: rokorommo@gmail.com

প্যাঁচআল
ছাপা হয়: দৈনিক সমকাল থেকে
সম্পাদনায়: ইমন চৌধুরী
প্রকাশের দিন: সোমবার
ইমেইল: pachaal123@gmail.com

ঘোড়ার ডিম
ছাপা হয়: দৈনিক কালের কণ্ঠ থেকে
সম্পাদনায়: মেহেদী আল মাহমুদ
প্রকাশের দিন: মঙ্গলবার
ইমেইল: ghorardim@kalerkantho.com

অ্যান্টিভাইরাস
ছাপা হয়: দৈনিক আমাদের সময় থেকে
সম্পাদনায়: ইশতিয়াক আহমেদ
প্রকাশের দিন: মঙ্গলবার
ইমেইল: _

থেরাপি
ছাপা হয়: দৈনিক নয়াদিগন্ত থেকে
সম্পাদনায়: সোহেল অটল
প্রকাশের দিন: বৃহষ্পতিবার
ইমেইল: therapy@dailynayadiganta.com


বি:দ্র: লেখালেখি করতে হলে যে জিনিসটি অবশ্যই মনে রাখতে হবে তা হলো-
♦ একই লেখা কখনো একাধিক প্রত্রিকায় পাঠানো যাবে না।
♦ কোনো পত্রিকায় লেখা পাঠালে তা যদি না ছাপে তবে কমপক্ষে ৩মাস অপেক্ষা করে লেখাটি অন্য পত্রিকায় পাঠানো যাবে।
♦ অনলাইন থেকে কপিকৃত লেখা নিজের নামে লিখে পত্রিকায় পাঠানো যাবে না।